Category Archives: 08. ছালাতের বিবিধ জ্ঞাতব্য

১. পরিবহনে ছালাত (الصلاة فى المركب)

১. পরিবহনে ছালাত (الصلاة فى المركب) পরিবহনে কিংবা ভীতিকর অবস্থায় ক্বিবলামুখী না হ’লেও চলবে।[1] অবশ্য পরিবহনে ক্বিবলামুখী হয়ে ছালাত শুরু করা বাঞ্ছনীয়।[2] যখন পরিবহনে রুকূ-সিজদা করা অসুবিধা মনে হবে, তখন কেবল তাকবীর দিয়ে ও মাথার ইশারায় ছালাত আদায় করবে। সিজদার … Continue reading

Posted in 08. ছালাতের বিবিধ জ্ঞাতব্য, পরিবহনে ছালাত (الصلاة فى المركب) | 2 Comments

৩. সুৎরার বিবরণ (السترة)

৩. সুৎরার বিবরণ (السترة) মুছল্লীর সম্মুখ দিয়ে যাওয়া নিষেধ। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, মুছল্লীর সম্মুখ দিয়ে অতিক্রমকারী যদি জানত যে, এতে তার কত বড় পাপ রয়েছে, তাহ’লে তার জন্য সেখানে চল্লিশ দিন বা চল্লিশ বছর দাঁড়িয়ে থাকা উত্তম হ’ত অতিক্রম করে … Continue reading

Posted in 08. ছালাতের বিবিধ জ্ঞাতব্য, সুৎরার বিবরণ (السترة) | Leave a comment

৪. যাদের ইমামতি সিদ্ধ (من تصح إمامتهم)

৪. যাদের ইমামতি সিদ্ধ (من تصح إمامتهم) (১) বুঝদার বালক (২) অন্ধ ব্যক্তি (৩) বসা ব্যক্তির ইমামত দাঁড়ানো ব্যক্তির জন্য (৪) দাঁড়ানো ব্যক্তির ইমামত বসা ব্যক্তির জন্য (৫) নফল আদায়কারীর ইমামত ফরয আদায়কারীর জন্য (৬) ফরয আদায়কারীর ইমামত নফল আদায়কারীর … Continue reading

Posted in 08. ছালাতের বিবিধ জ্ঞাতব্য, যাদের ইমামতি সিদ্ধ (من تصح إمامتهم) | 1 Comment

৫. ফাসিক ও বিদ‘আতীর ইমামত (إمامة الفاسق والمبتدع)

৫. ফাসিক ও বিদ‘আতীর ইমামত (إمامة الفاسق والمبتدع) ফাসিক ও বিদ‘আতীর পিছনে ছালাত আদায় করা মাকরূহ।[17] তবে বাধ্যগত অবস্থায় জায়েয আছে। কেননা রাসূল (ছাঃ) বলেন, يُصَلُّوْنَ لَكُمْ فَإِنْ أَصَابُوْا فَلَكُمْ وَإِنْ أَخْطَئُوْا فَلَكُمْ وَعَلَيْهِمْ ‘ইমামগণ তোমাদের ছালাতে নেতৃত্ব দিয়ে থাকেন। … Continue reading

Posted in 08. ছালাতের বিবিধ জ্ঞাতব্য, ফাসিক ও বিদ‘আতীর ইমামত (إمامة الفاسق والمبتدع) | Leave a comment

৬. মহিলাদের ছালাত ও ইমামত (صلاة النساء وإمامتهن)

৬. মহিলাদের ছালাত ও ইমামত (صلاة النساء وإمامتهن) (ক) পুরুষ ও মহিলাদের ছালাতের মধ্যে পদ্ধতিগত কোন পার্থক্য নেই। ছালাতে নারীরা পুরুষের অনুগামী।[22] রাসূলুল্লাহ (ছাঃ) নারী-পুরুষ সকলের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা সেভাবে ছালাত আদায় কর, যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ’।[23] মসজিদে … Continue reading

Posted in 08. ছালাতের বিবিধ জ্ঞাতব্য, মহিলাদের ছালাত ও ইমামত (صلاة النساء وإمامتهن) | Leave a comment

৭. অন্ধ, গোলাম ও বালকদের ইমামত (إمامة الأعمى والمملوك والصبى)

৭. অন্ধ, গোলাম ও বালকদের ইমামত (إمامة الأعمى والمملوك والصبى) (ক) রাসূলুল্লাহ (ছাঃ) অন্ধ ছাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতূম (রাঃ)-কে দু’বার মদ্বীনার ইমামতির দায়িত্ব দেন।[35] অন্ধ ছাহাবী উৎবান বিন মালেক (রাঃ) তার কওমের ইমামতি করতেন। [36] (খ) আবু হুযায়ফা (রাঃ)-এর … Continue reading

Posted in 08. ছালাতের বিবিধ জ্ঞাতব্য, অন্ধ গোলাম ও বালকদের ইমামত (إمامة الأعمى والمملوك والصبى) | Leave a comment

৮. ইমামতের হকদার (الأحق بالإمامة)

৮. ইমামতের হকদার (الأحق بالإمامة) (১) বালক বা কিশোর হ’লেও ক্বিরাআতে পারদর্শী ব্যক্তিই ইমামতির প্রথম হকদার। (২) ইলমে হাদীছে পারদর্শী ও সুন্নাতের পাবন্দ ব্যক্তি। (৩) সেদিকে সমান হ’লে বয়সে যিনি বড় তিনিই ইমাম হবেন।[39] [39] . মুসলিম, মিশকাত হা/১১১৭; বুখারী, … Continue reading

Posted in 08. ছালাতের বিবিধ জ্ঞাতব্য, ইমামতের হকদার (الأحق بالإمامة) | Leave a comment

৯. ইমামের অনুসরণ (متابعة الإمام)

৯. ইমামের অনুসরণ (متابعة الإمام) ইমামের অনুসরণ করা ওয়াজিব। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ ‘ইমাম নিযুক্ত করা হয়, কেবল তাঁকে অনুসরণ করার জন্য’।[40] ইমামের পিছে পিছে মুক্তাদী তাকবীর, রুকূ, সিজদা, ক্বিয়াম ও সালাম ফিরাবে। [41] বারা বিন … Continue reading

Posted in 08. ছালাতের বিবিধ জ্ঞাতব্য, ইমামের অনুসরণ (متابعة الإمام) | Leave a comment

১০. মুসাফিরের ইমামত (إمامة المسافر)

১০. মুসাফিরের ইমামত (إمامة المسافر) ইমাম ক্বছর করলে মুক্বীম পুরা পড়বেন এবং ইমাম পুরা পড়লে মুসাফির পুরা পড়বেন। যদিও কিছু অংশ পান।[46] কেউ কোথাও গেলে সেই এলাকার লোকই ইমামতি করবেন।[47] তবে তাদের অনুমতিক্রমে তিনি ইমামতি করতে পারবেন। [48] [46] . … Continue reading

Posted in 08. ছালাতের বিবিধ জ্ঞাতব্য, মুসাফিরের ইমামত (إمامة المسافر) | Leave a comment

১১. জামা‘আত ও কাতার (الجماعة والصف)

১১. জামা‘আত ও কাতার (الجماعة والصف) (ক) দু’জন মুছল্লী হ’লে জামা‘আত হবে। ইমাম বামে ও মুক্তাদী ডাইনে দাঁড়াবে।[49] তিনজন মুছল্লী হ’লে ইমাম সম্মুখে এবং দু’জন মুক্তাদী পিছনে দাঁড়াবে।[50] তবে বিশেষ কারণে ইমামের দু’পাশে দু’জন সমান্তরালভাবে দাঁড়াতে পারেন। তার বেশী হ’লে … Continue reading

Posted in 08. ছালাতের বিবিধ জ্ঞাতব্য, কাতার সোজা করা, জামা‘আত ও কাতার (الجماعة والصف) | Leave a comment