Category Archives: 04. ছালাত বিষয়ে জ্ঞাতব্য

১. ছালাতের সংজ্ঞা ( معنى الصلاة)

১. ছালাতের সংজ্ঞা ( معنى الصلاة) : ‘ছালাত’ -এর আভিধানিক অর্থ দো‘আ, রহমত, ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি।[1] পারিভাষিক অর্থ: ‘শরী‘আত নির্দেশিত ক্রিয়া-পদ্ধতির মাধ্যমে আল্লাহর নিকটে বান্দার ক্ষমা ভিক্ষা ও প্রার্থনা নিবেদনের শ্রেষ্ঠতম ইবাদতকে ‘ছালাত’ বলা হয়, যা তাকবীরে তাহরীমা দ্বারা … Continue reading

Posted in 04. ছালাত বিষয়ে জ্ঞাতব্য, ছালাতের সংজ্ঞা ( معنى الصلاة) | Leave a comment

২. ছালাতের ফরযিয়াত ও রাক‘আত সংখ্যা (فى فرضية الصلوة وعدد ركعاتها)

২. ছালাতের ফরযিয়াত ও রাক‘আত সংখ্যা (فى فرضية الصلوة وعدد ركعاتها) : নবুঅত প্রাপ্তির পর থেকেই ছালাত ফরয হয়। তবে তখন ছালাত ছিল কেবল ফজরে ও আছরে দু’ দু’ রাক‘আত করে (কুরতুবী)। যেমন আল্লাহ স্বীয় রাসূলকে বলেন, وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ … Continue reading

Posted in 04. ছালাত বিষয়ে জ্ঞাতব্য, ছালাতের ফরযিয়াত ও রাক‘আত সংখ্যা, ছালাতের রাক‘আত সংখ্যা | Leave a comment

৩. ছালাতের গুরুত্ব ( أهمية الصلاة)

৩. ছালাতের গুরুত্ব ( أهمية الصلاة) : 1) কালেমায়ে শাহাদাত পাঠ করার পরেই ইসলামে ছালাতের স্থান।[11] 2) ছালাত ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত, যা মি‘রাজের রাত্রিতে ফরয হয়।[12] 3) ছালাত ইসলামের প্রধান স্তম্ভ[13] যা ব্যতীত ইসলাম টিকে থাকতে পারে না। 4) ছালাত … Continue reading

Posted in 04. ছালাত বিষয়ে জ্ঞাতব্য, ছালাতের গুরুত্ব ( أهمية الصلاة) | Leave a comment

৪. ছালাত তরককারীর হুকুম ( حكم تارك الصلاة)

৪. ছালাত তরককারীর হুকুম ( حكم تارك الصلاة) : ইচ্ছাকৃতভাবে ছালাত তরককারী অথবা ছালাতের ফরযিয়াতকে অস্বীকারকারী ব্যক্তি কাফির ও জাহান্নামী। ঐ ব্যক্তি ইসলাম হ’তে বহিষ্কৃত। কিন্তু যে ব্যক্তি ঈমান রাখে, অথচ অলসতা ও ব্যস্ততার অজুহাতে ছালাত তরক করে কিংবা উদাসীনভাবে … Continue reading

Posted in 04. ছালাত বিষয়ে জ্ঞাতব্য, ছালাত তরককারীর হুকুম ( حكم تارك الصلاة) | Leave a comment

৫. ছালাতের ফযীলত সমূহ ( فضائل الصلاة)

৫. ছালাতের ফযীলত সমূহ ( فضائل الصلاة) : (১) আল্লাহ পাক এরশাদ করেন, إِنَّ الصَّلاَةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ ‘নিশ্চয়ই ছালাত মুমিনকে নির্লজ্জ ও অপসন্দনীয় কাজ সমূহ হ’তে বিরত রাখে’ (আনকাবূত ২৯/৪৫)। আবুল ‘আলিয়াহ বলেন, তিনটি বস্ত্ত না থাকলে তাকে … Continue reading

Posted in 04. ছালাত বিষয়ে জ্ঞাতব্য, ছালাতের নিষিদ্ধ স্থান, ছালাতের ফযীলত সমূহ ( فضائل الصلاة), জামা‘আতে ছালাতের গুরুত্ব ও ফযীলত, মসজিদে ছালাতের ফযীলত | 1 Comment

৬. ছালাতের শর্তাবলী (شروط الصلاة)

৬. ছালাতের শর্তাবলী (شروط الصلاة) : ছালাতের বাইরের কিছু বিষয়, যা না হ’লে ছালাত সিদ্ধ হয় না, সেগুলিকে ‘ছালাতের শর্তাবলী’ বলা হয়। যা ৯টি। যেমন- (১) মুসলিম হওয়া[89] (২) জ্ঞানসম্পন্ন হওয়া[90] (৩) বয়ঃপ্রাপ্ত হওয়া ও সেজন্য সাত বছর বয়স থেকেই … Continue reading

Posted in 04. ছালাত বিষয়ে জ্ঞাতব্য, ছালাতের শর্তাবলী (شروط الصلاة), সতর ও লেবাস সম্পর্কে চারটি শারঈ মূলনীতি | 2 Comments

৭. ছালাতের রুকন সমূহ ( أركان الصلاة)

৭. ছালাতের রুকন সমূহ ( أركان الصلاة) : ‘রুকন’ অর্থ স্তম্ভ। এগুলি অপরিহার্য বিষয়। যা ইচ্ছাকৃত বা ভুলক্রমে পরিত্যাগ করলে ছালাত বাতিল হয়ে যায়। যা ৭টি। যেমন- (১) ক্বিয়াম বা দাঁড়ানো : আল্লাহ বলেন, وَقُوْمُوْا ِللهِ قَانِتِيْن َ ‘আর তোমরা … Continue reading

Posted in 04. ছালাত বিষয়ে জ্ঞাতব্য, ছালাতের রুকন সমূহ ( أركان الصلاة) | Leave a comment

৮. ছালাতের ওয়াজিব সমূহ ( واجبات الصلاة)

৮. ছালাতের ওয়াজিব সমূহ ( واجبات الصلاة) : রুকন-এর পরেই ওয়াজিব-এর স্থান, যা আবশ্যিক। যা ইচ্ছাকৃতভাবে তরক করলে ছালাত বাতিল হয়ে যায় এবং ভুলক্রমে তরক করলে ‘সিজদায়ে সহো’ দিতে হয়। যা ৮টি। [118] যেমন- ১. ‘তাকবীরে তাহরীমা’ ব্যতীত অন্য সকল … Continue reading

Posted in 04. ছালাত বিষয়ে জ্ঞাতব্য, ছালাতের ওয়াজিব সমূহ ( واجبات الصلاة) | Leave a comment

৯. ছালাতের সুন্নাত সমূহ ( سنن الصلاة)

৯. ছালাতের সুন্নাত সমূহ ( سنن الصلاة) ফরয ও ওয়াজিব ব্যতীত ছালাতের বাকী সব আমলই সুন্নাত। যেমন (১) জুম‘আর ফরয ছালাত ব্যতীত দিবসের সকল ছালাত নীরবে ও রাত্রির ফরয ছালাত সমূহ সরবে পড়া। (২) প্রথম রাক‘আতে ক্বিরাআতের পূর্বে আ‘ঊযুবিল্লাহ… চুপে … Continue reading

Posted in 04. ছালাত বিষয়ে জ্ঞাতব্য, ছালাতের সুন্নাত সমূহ ( سنن الصلاة) | Leave a comment

১০. ছালাত বিনষ্টের কারণ সমূহ ( مفسدات الصلاة)

১০. ছালাত বিনষ্টের কারণ সমূহ ( مفسدات الصلاة) ১. ছালাতরত অবস্থায় ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা। ২. ছালাতের স্বার্থ ব্যতিরেকে অন্য কারণে ইচ্ছাকৃতভাবে কথা বলা। ৩. ইচ্ছাকৃতভাবে বাহুল্য কাজ বা ‘আমলে কাছীর’ করা। যা দেখলে ধারণা হয় যে, সে … Continue reading

Posted in 04. ছালাত বিষয়ে জ্ঞাতব্য, ছালাত বিনষ্টের কারণ সমূহ ( مفسدات الصلاة) | Leave a comment