তালিকা সিলেক্ট করুন
বিষয়
- 01. অনুধাবন করুন 02. ছালাতের সংক্ষিপ্ত নিয়ম 03. প্রয়োজনীয় সূরা সমূহ 04. ছালাত বিষয়ে জ্ঞাতব্য 05. ত্বাহারৎ বা পবিত্রতা 06. আযান 07. ছালাতের বিবরণ 08. ছালাতের বিবিধ জ্ঞাতব্য 09. বিভিন্ন ছালাতের পরিচয় 10. জানাযার ছালাত 11. যরূরী দো‘আ সমূহ 12. বিভিন্ন সময়ের দোয়া সমূহ অনুধাবন করুন অন্ধ গোলাম ও বালকদের ইমামত (إمامة الأعمى والمملوك والصبى) আঙ্গুলে তাসবীহ গণনা করা (عقد التسابيح بالأنامل) আত্তাহিইয়া-তু আমীন বলা আযান ( الأذان) এর সংজ্ঞা ও সূচনা আযানের অন্যান্য পরিত্যাজ্য বিষয় আযানের অন্যান্য মাসায়েল (مسائل أخري في الأذان) আযানের আগে ও পরে উচ্চৈঃস্বরে যিকর আযানের কালেমা সমূহ ( كلمات الأذان) ১৫ টি আযানের জওয়াব ( إجابة المؤذن) আযানের দো‘আ (دعاء الأذان) আযানের দো‘আয় বাড়তি বিষয় সমূহ (الزوائد في دعاء الأذان) আযানের ফযীলত ( فضل الأذان) আয়াত সমূহের জওয়াব (إجابة آيات القرآن) ইমামতের হকদার (الأحق بالإمامة) ইমামের অনুসরণ (متابعة الإمام)
Author Archives: ইসলামী সাইট
অনুধাবন করুন
অনুধাবন করুন بسم الله الرحمن الرحيم إِنَّ الْحَمْدَ ِللهِ نَحْمَدُهُ وَنَسْتَعِيْنُهُ مَنْ يَهْدِهِ اللهُ فَلاَ مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلاَ هَادِىَ لَهُ وَأَشْهَدُ أَنْ لآ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ، أَمَّا بَعْدُ:* আল্লাহ বলেন, … Continue reading
Posted in 01. অনুধাবন করুন, অনুধাবন করুন
Leave a comment
ছালাতের সংক্ষিপ্ত নিয়ম (مختصر صفة صلاة الرسول صـ )
ছালাতের সংক্ষিপ্ত নিয়ম بسم الله الرحمن الرحيم রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, صَلُّوْا كَمَا رَأَيْتُمُوْنِىْ أُصَلِّىْ، ‘তোমরা ছালাত আদায় কর সেভাবে, যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ’…।[1] ছালাতের সংক্ষিপ্ত নিয়ম ) (مختصر صفة صلاة الرسول صـ (১) তাকবীরে তাহরীমা : ওযূ করার … Continue reading
(১) তাকবীরে তাহরীমা
(১) তাকবীরে তাহরীমা : ওযূ করার পর ছালাতের সংকল্প করে ক্বিবলামুখী দাঁড়িয়ে ‘আল্লা-হু আকবর’ বলে দু’হাত কাঁধ বরাবর উঠিয়ে তাকবীরে তাহরীমা শেষে বুকে বাঁধবে। এ সময় বাম হাতের উপরে ডান হাত কনুই বরাবর রাখবে অথবা বাম কব্জির উপরে ডান কব্জি … Continue reading
(২) সূরায়ে ফাতিহা পাঠ
(২) সূরায়ে ফাতিহা পাঠ : দো‘আয়ে ইস্তেফতা-হ বা ‘ছানা’ পড়ে আ‘ঊযুবিল্লাহ ও বিসমিল্লাহ সহ সূরায়ে ফাতিহা পাঠ করবে এবং অন্যান্য রাক‘আতে কেবল বিসমিল্লাহ বলবে। জেহরী ছালাত হ’লে সূরায়ে ফাতিহা শেষে সশব্দে ‘আমীন’ বলবে। সূরায়ে ফাতিহা (মুখবন্ধ) সূরা-১, মাক্কী : أَعُوْذُ … Continue reading
(৩) ক্বিরাআত
(৩) ক্বিরাআত : সূরায়ে ফাতিহা পাঠ শেষে ইমাম কিংবা একাকী মুছল্লী হ’লে প্রথম দু’রাক‘আতে কুরআনের অন্য কোন সূরা বা কিছু আয়াত তেলাওয়াত করবে। কিন্তু মুক্তাদী হ’লে জেহরী ছালাতে চুপে চুপে কেবল সূরায়ে ফাতিহা পড়বে ও ইমামের ক্বিরাআত মনোযোগ দিয়ে শুনবে। … Continue reading
Posted in 02. ছালাতের সংক্ষিপ্ত নিয়ম, ক্বিরাআত
Leave a comment
(৪) রুকূ
(৪) রুকূ : ক্বিরাআত শেষে ‘আল্লা-হু আকবর’ বলে দু’হাত কাঁধ অথবা কান পর্যন্ত উঠিয়ে ‘রাফ‘উল ইয়াদায়েন’ করে রুকূতে যাবে। এ সময় হাঁটুর উপরে দু’হাতে ভর দিয়ে পা, হাত, পিঠ ও মাথা সোজা রাখবে এবং রুকূর দো‘আ পড়বে। রুকূর দো‘আ : … Continue reading
Posted in 02. ছালাতের সংক্ষিপ্ত নিয়ম, রুকূ
Leave a comment
(৫) ক্বওমা
(৫) ক্বওমা : অতঃপর রুকূ থেকে উঠে সোজা ও সুস্থিরভাবে দাঁড়াবে। এ সময় দু’হাত ক্বিবলামুখী খাড়া রেখে কাঁধ পর্যন্ত উঠাবে এবং ইমাম ও মুক্তাদী সকলে বলবে ‘ সামি‘আল্লা-হু লিমান হামিদাহ’ (আল্লাহ তার কথা শোনেন, যে তার প্রশংসা করে)। অতঃপর ‘ক্বওমা’র … Continue reading
Posted in 02. ছালাতের সংক্ষিপ্ত নিয়ম, ক্বওমা
Leave a comment
(৬) সিজদা
(৬) সিজদা : ক্বওমার দো‘আ পাঠ শেষে ‘আল্লা-হু আকবর’ বলে প্রথমে দু’হাত ও পরে দু’হাঁটু মাটিতে রেখে সিজদায় যাবে ও বেশী বেশী দো‘আ পড়বে। এ সময় দু’হাত ক্বিবলামুখী করে মাথার দু’পাশে কাঁধ বা কান বরাবর মাটিতে স্বাভাবিকভাবে রাখবে। কনুই ও … Continue reading
(৭) বৈঠক
(৭) বৈঠক : ২য় রাক‘আত শেষে বৈঠকে বসবে। যদি ১ম বৈঠক হয়, তবে কেবল ‘আত্তাহিইয়া-তু’ পড়ে ৩য় রাক‘আতের জন্য উঠে যাবে। আর যদি শেষ বৈঠক হয়, তবে ‘আত্তাহিইয়া-তু’ পড়ার পরে দরূদ, দো‘আয়ে মাছূরাহ ও সম্ভব হ’লে বেশী বেশী করে অন্য … Continue reading
(৮) সালাম
(৮) সালাম : দো‘আয়ে মাছূরাহ শেষে প্রথমে ডাইনে ও পরে বামে ‘আসসালামু আলায়কুম ওয়া রাহমাতুল্লাহ’ (আল্লাহর পক্ষ হ’তে আপনার উপর শান্তি ও অনুগ্রহ বর্ষিত হৌক!) বলে সালাম ফিরাবে। প্রথম সালামের শেষে ‘ওয়া বারাকা-তুহু’ (এবং তাঁর বরকত সমূহ) যোগ করা যেতে … Continue reading
Posted in 02. ছালাতের সংক্ষিপ্ত নিয়ম, সালাম
Leave a comment