Category Archives: 07. ছালাতের বিবরণ

ছালাতের বিবরণ (صفة الصلاة)

ছালাতের বিবরণ (صفة الصلاة) : ছালাতের বিস্তারিত নিয়ম-কানূন বিভিন্ন হাদীছে বর্ণিত হয়েছে। তবে নিম্নের হাদীছটিতে অধিকাংশ বিধান একত্রে পাওয়া যায় বিধায় আমরা এটিকে অনুবাদ করে দিলাম।- ‘হযরত আবু হুমায়েদ সা‘এদী (রাঃ) একদিন দশজন ছাহাবীকে বললেন, আমি রাসূল (ছাঃ)-এর ছালাত সম্পর্কে … Continue reading

Posted in 07. ছালাতের বিবরণ, ছালাতের নিয়ম-কানূন, ছালাতের বিবরণ (صفة الصلاة) | Leave a comment

১. নিয়ত

১. নিয়ত (النية) : ‘নিয়ত’ অর্থ ‘সংকল্প’। ছালাতের শুরুতে নিয়ত করা অপরিহার্য। রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন,إنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَاتِ وَ إِنَّمَا لِكُلٍّ امْرِءٍ مَّا نَوَى… ‘সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি তাই-ই পাবে, যার জন্য সে নিয়ত করবে’….। [2] … Continue reading

Posted in 07. ছালাতের বিবরণ, নিয়ত | Leave a comment

২. তাকবীরে তাহরীমা ও বুকে হাত বাঁধা

২. তাকবীরে তাহরীমা ও বুকে হাত বাঁধা (التكبيرة التحريمة ووضع اليد اليمنى على ذراعه اليسرى على الصدر) : দুই হাতের আংগুল সমূহ ক্বিবলামুখী খাড়াভাবে কাঁধ অথবা কান পর্যন্ত উঠিয়ে দুনিয়াবী সবকিছুকে হারাম করে দিয়ে স্বীয় প্রভুর মহত্ত্ব ঘোষণা করে বলবে … Continue reading

Posted in 07. ছালাতের বিবরণ, তাকবীরে তাহরীমা ও বুকে হাত বাঁধা | Leave a comment

৩. ছানা

৩. ছানা : ‘ছানা’ (الثناء) অর্থ ‘প্রশংসা’। এটা মূলতঃ ‘দো‘আয়ে ইস্তেফতা-হ’ (دعاء الاستفتاح) বা ছালাত শুরুর দো‘আ। বুকে জোড় হাত বেঁধে সিজদার স্থানে দৃষ্টি রেখে বিনম্রচিত্তে নিম্নোক্ত দো‘আর মাধ্যমে মুছল্লী তার সর্বোত্তম ইবাদতের শুভ সূচনা করবে। اَللَّهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ … Continue reading

Posted in 07. ছালাতের বিবরণ, ছানা | Leave a comment

৪. বিসমিল্লাহ পাঠ

৪. বিসমিল্লাহ পাঠ (التسمية) : ছানা বা দো‘আয়ে ইস্তেফতাহ পাঠ শেষে ‘আঊযুবিল্লাহ’ ও ‘বিসমিল্লাহ’ নীরবে পড়বে। অতঃপর সূরায়ে ফাতিহা পাঠ করবে। প্রকাশ থাকে যে, ‘আঊযুবিল্লাহ’ কেবল ১ম রাক‘আতে পড়বে, বাকী রাক‘আতগুলিতে নয়।[14] অমনিভাবে ‘বিসমিল্লাহ’ সূরায়ে ফাতিহার অংশ হওয়ার পক্ষে যেমন … Continue reading

Posted in 07. ছালাতের বিবরণ, বিসমিল্লাহ পাঠ | 1 Comment

৫. (ক,খ) সর্বাবস্থায় ছালাতে সূরা ফাতিহা পাঠ করার দলীল সমূহ

৫. (ক) সর্বাবস্থায় ছালাতে সূরা ফাতিহা পাঠ করার দলীল সমূহ- (أدلة قراءة الفاتحة في الصلاة) : ইমাম ও মুক্তাদী সকলের জন্য সকল প্রকার ছালাতে প্রতি রাক‘আতে সূরায়ে ফাতিহা পাঠ করা ফরয। প্রধান দলীল সমূহ : (১) হযরত উবাদাহ বিন ছামিত … Continue reading

Posted in 07. ছালাতের বিবরণ, সর্বাবস্থায় ছালাতে সূরা ফাতিহা পাঠ করার দলীল সমূহ | Leave a comment

৫. (গ) রুকূ পেলে রাক‘আত পাওয়া/না পাওয়া

৫. (গ) রুকূ পেলে রাক‘আত না পাওয়া (لا يدرك الركعة بإدراك الركوع فقط) ক্বিয়াম ও ক্বিরাআতে ফাতেহা ব্যতীত কেবলমাত্র রুকূ পেলেই রাক‘আত পাওয়া হবে না। এমতাবস্থায় তাকে আরেক রাক‘আত যোগ করে পড়তে হবে। তবে জমহূর বিদ্বানগণের অভিমত হ’ল এই যে, … Continue reading

Posted in 07. ছালাতের বিবরণ, রুকূ পেলে রাক‘আত পাওয়া/না পাওয়া | 1 Comment

ক্বিরাআতের আদব (آداب القراءة)

ক্বিরাআতের আদব (آداب القراءة) (১) সূরায়ে ফাতিহার প্রতিটি আয়াতের শেষে ওয়াকফ করা সুন্নাত।[59] অমনিভাবে ক্বিরাআত সুন্দর আওয়াযে পড়ার নির্দেশ রয়েছে।[60] কিন্তু গানের সুরে পড়া যাবে না।[61] কোনরূপ ‘তাকাল্লুফ’ বা ভান করা যারে না। বরং স্বাভাবিক সুন্দর কণ্ঠে কুরআন তেলাওয়াত করাই … Continue reading

Posted in 07. ছালাতের বিবরণ, ক্বিরাআতের আদব (آداب القراءة) | Leave a comment

৬. সশব্দে আমীন (آمين بالجهر)

৬. সশব্দে আমীন (آمين بالجهر) জেহরী ছালাতে ইমামের সূরায়ে ফাতিহা পাঠ শেষে ইমাম-মুক্তাদী সকলে সরবে ‘আমীন’ বলবে। ইমামের আগে নয় বরং ইমামের ‘আমীন’ বলার সাথে সাথে মুক্তাদীর ‘আমীন’ বলা ভাল। তাতে ইমামের পিছে পিছে মুক্তাদীর সূরায়ে ফাতিহা পাঠ করা সম্ভব … Continue reading

Posted in 07. ছালাতের বিবরণ, আমীন বলা, সশব্দে আমীন (آمين بالجهر) | Leave a comment

৭. রুকূ (الركوع)

৭. রুকূ (الركوع) ‘রুকূ’ অর্থ ‘মাথা ঝুঁকানো’ (الإنحناء)। পারিভাষিক অর্থ, শারঈ তরীকায় আল্লাহর সম্মুখে মাথা ঝুঁকানো’। ক্বিরাআত শেষে মহাপ্রভু আল্লাহর সম্মুখে সশ্রদ্ধচিত্তে মাথা ও পিঠ ঝুঁকিয়ে রুকূতে যেতে হয়। রুকূতে যাওয়ার সময় ‘আল্লা-হু আকবার’ বলে তাকবীরের সাথে দুই হাত কাঁধ … Continue reading

Posted in 07. ছালাতের বিবরণ, রুকূ (الركوع) | Leave a comment