তালিকা সিলেক্ট করুন
বিষয়
- 01. অনুধাবন করুন 02. ছালাতের সংক্ষিপ্ত নিয়ম 03. প্রয়োজনীয় সূরা সমূহ 04. ছালাত বিষয়ে জ্ঞাতব্য 05. ত্বাহারৎ বা পবিত্রতা 06. আযান 07. ছালাতের বিবরণ 08. ছালাতের বিবিধ জ্ঞাতব্য 09. বিভিন্ন ছালাতের পরিচয় 10. জানাযার ছালাত 11. যরূরী দো‘আ সমূহ 12. বিভিন্ন সময়ের দোয়া সমূহ অনুধাবন করুন অন্ধ গোলাম ও বালকদের ইমামত (إمامة الأعمى والمملوك والصبى) আঙ্গুলে তাসবীহ গণনা করা (عقد التسابيح بالأنامل) আত্তাহিইয়া-তু আমীন বলা আযান ( الأذان) এর সংজ্ঞা ও সূচনা আযানের অন্যান্য পরিত্যাজ্য বিষয় আযানের অন্যান্য মাসায়েল (مسائل أخري في الأذان) আযানের আগে ও পরে উচ্চৈঃস্বরে যিকর আযানের কালেমা সমূহ ( كلمات الأذان) ১৫ টি আযানের জওয়াব ( إجابة المؤذن) আযানের দো‘আ (دعاء الأذان) আযানের দো‘আয় বাড়তি বিষয় সমূহ (الزوائد في دعاء الأذان) আযানের ফযীলত ( فضل الأذان) আয়াত সমূহের জওয়াব (إجابة آيات القرآن) ইমামতের হকদার (الأحق بالإمامة) ইমামের অনুসরণ (متابعة الإمام)
Category Archives: 10. জানাযার ছালাত
কবরে আলোকসজ্জা করা
কবরে আলোকসজ্জা করা : কবরে বাতি দেওয়া নিষেধের হাদীছটি যঈফ।[122] তবে এটি কয়েকটি কারণে নিকৃষ্টতম বিদ‘আত। (১) এটি নবাবিষ্কৃত বিষয়, যা ইসলামের প্রাথমিক যুগে ছিল না (২) এটি অগ্নি উপাসক মজূসীদের অনুকরণ (৩) এতে স্রেফ মালের অপচয় হয়, যা ইসলামে … Continue reading
Posted in 10. জানাযার ছালাত, কবরে আলোকসজ্জা করা
Leave a comment
জানাযা বিষয়ে অন্যান্য জ্ঞাতব্য সমূহ
জানাযা বিষয়ে অন্যান্য জ্ঞাতব্য সমূহ (معلومات أخرى فى الجنازة) (১) কবর ও লাশ বিষয়ে (فى القبر والميت) : (ক) সাগরবক্ষে মৃত্যুবরণ করলে এবং স্থলভাগ না পাওয়া গেলে গোসল, কাফন ও জানাযা শেষে কবরে শোয়ানোর দো‘আ পড়ে লাশ সাগরে ভাসিয়ে … Continue reading
(৭) গায়েবানা জানাযা
(৭) গায়েবানা জানাযা (الصلاة على الغائب) : গায়েবানা জানাযা জায়েয আছে।[165] তবে সকলের জন্য ঢালাওভাবে এটা জায়েয নয় বলে ইমাম খাত্ত্বাবী, ইবনু আব্দিল বার্র, হাফেয যায়লাঈ, ইমাম ইবনু তায়মিয়াহ, হাফেয ইবনুল ক্বাইয়িম, শায়খ আলবানী প্রমুখ বিদ্বানগণ মত প্রকাশ করেছেন। তাঁদের … Continue reading
Posted in 10. জানাযার ছালাত, গায়েবানা জানাযা
Leave a comment
(৮) কবর যিয়ারত
(৮) কবর যিয়ারত (زيارة القبور) : কবর যিয়ারত করা সুন্নাত। এর দ্বারা মৃত্যু ও আখেরাতের কথা স্মরণ হয়। কবর আযাবের ভীতি সঞ্চারিত হয়। হৃদয় বিগলিত হয়। চক্ষু অশ্রুসিক্ত হয়। অন্যায় থেকে তওবা এবং নেকীর প্রতি আগ্রহ সৃষ্টি হয়। পরকালীন মুক্তির … Continue reading
Posted in 10. জানাযার ছালাত, কবর যিয়ারত
1 Comment
হুকুম ও অন্যান্য ৬. জানাযার ছালাত (صلاة الجنازة)
৬. জানাযার ছালাত (صلاة الجنازة) হুকুম : প্রত্যেক মুসলিম আহলে ক্বিবলার উপর জানাযার ছালাত ‘ফরযে কেফায়াহ’।[1] অর্থাৎ মুসলমানদের কেউ জানাযা পড়লে উক্ত ফরয আদায় হয়ে যাবে। না পড়লে সবাই দায়ী হবে। ছালাত হিসাবে অন্যান্য ছালাতের ন্যায় ওযূ, ক্বিবলা, সতর ঢাকা … Continue reading
Posted in 10. জানাযার ছালাত, জানাযার ছালাত
1 Comment
জানাযার ছালাতের বিবরণ
জানাযার ছালাতের বিবরণ (صفة صلاة الجنازة) : জানাযার ছালাতে চার তাকবীর দিবে। পাঁচ থেকে নয় তাকবীর পর্যন্ত প্রমাণিত আছে। তবে চার তাকবীরের হাদীছ সমূহ অধিকতর ছহীহ ও সংখ্যায় অধিক। মুক্তাদী ইমামের পিছে পিছে তাকবীর বলবে।[16] প্রথমে মনে মনে জানাযার নিয়ত … Continue reading
Posted in 10. জানাযার ছালাত, জানাযার ছালাতের বিবরণ
2 Comments
জানাযার দো‘আ
জানাযার দো‘আ (دعاء الجنازة) : অনেকগুলি দো‘আর মধ্যে নিম্নের দো‘আটি সুপরিচিত।- 1- اَللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا، اَللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيْمَانِ، اَللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهُ وَلاَ … Continue reading
Posted in 10. জানাযার ছালাত, জানাযার দো‘আ
Leave a comment
জানাযার দো‘আর আদব
জানাযার দো‘আর আদব (آداب دعاء الجنازة) : রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ فَأَخْلِصُوْا لَهُ الدُّعَاءَ- ‘যখন তোমরা জানাযার ছালাত আদায় করবে, তখন মাইয়তের জন্য খালেছ অন্তরে দো‘আ করবে’।[40] অতএব মাইয়েত ভাল-মন্দ যাই-ই হৌক না কেন, তার জন্য … Continue reading
Posted in 10. জানাযার ছালাত, জানাযার দো‘আর আদব
Leave a comment
মৃত্যুকালীন সময়ে করণীয়
মৃত্যুকালীন সময়ে করণীয় (الأعمال عند من حضره الموت) (ক) তালক্বীন করানো : ‘তালক্বীন’ (التلقين) অর্থ: কথা বুঝানো বা দ্রুত মুখস্থ করে নেওয়া। মৃত্যুর আলামত দেখা গেলে রোগীর শিয়রে বসে তাকে কালেমায়ে ত্বাইয়িবা ‘লা ইলা-হা ইল্লাল্লা-হ’ পড়ানো উচিৎ।[42] যাতে সে দ্রুত … Continue reading
মৃত্যুর পরে দো‘আ সমূহ এবং করণীয়
মৃত্যুর পরে দো‘আ সমূহ এবং করণীয় : (১) মৃত্যু হওয়ার পরে উপস্থিত সকলে এবং যারা শুনবেন তারা প্রত্যেকে إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ‘ইন্না লিল্লা-হে ওয়া ইন্না ইলাইহে রা-জে‘ঊন’ (অর্থ : ‘আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁর দিকে … Continue reading