তালিকা সিলেক্ট করুন
বিষয়
- 01. অনুধাবন করুন 02. ছালাতের সংক্ষিপ্ত নিয়ম 03. প্রয়োজনীয় সূরা সমূহ 04. ছালাত বিষয়ে জ্ঞাতব্য 05. ত্বাহারৎ বা পবিত্রতা 06. আযান 07. ছালাতের বিবরণ 08. ছালাতের বিবিধ জ্ঞাতব্য 09. বিভিন্ন ছালাতের পরিচয় 10. জানাযার ছালাত 11. যরূরী দো‘আ সমূহ 12. বিভিন্ন সময়ের দোয়া সমূহ অনুধাবন করুন অন্ধ গোলাম ও বালকদের ইমামত (إمامة الأعمى والمملوك والصبى) আঙ্গুলে তাসবীহ গণনা করা (عقد التسابيح بالأنامل) আত্তাহিইয়া-তু আমীন বলা আযান ( الأذان) এর সংজ্ঞা ও সূচনা আযানের অন্যান্য পরিত্যাজ্য বিষয় আযানের অন্যান্য মাসায়েল (مسائل أخري في الأذان) আযানের আগে ও পরে উচ্চৈঃস্বরে যিকর আযানের কালেমা সমূহ ( كلمات الأذان) ১৫ টি আযানের জওয়াব ( إجابة المؤذن) আযানের দো‘আ (دعاء الأذان) আযানের দো‘আয় বাড়তি বিষয় সমূহ (الزوائد في دعاء الأذان) আযানের ফযীলত ( فضل الأذان) আয়াত সমূহের জওয়াব (إجابة آيات القرآن) ইমামতের হকদার (الأحق بالإمامة) ইমামের অনুসরণ (متابعة الإمام)
Category Archives: আযানের জওয়াব ( إجابة المؤذن)
আযানের জওয়াব ( إجابة المؤذن)
আযানের জওয়াব ( إجابة المؤذن) : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُوْلُوْا مِثْلَ مَا يَقُوْلُ ‘যখন তোমরা আযান শুনবে, তখন মুওয়ায্যিন যা বলে তদ্রুপ বল’…। [31] অন্যত্র তিনি এরশাদ করেন, ‘যে ব্যক্তি মুওয়ায্যিনের পিছে পিছে আযানের বাক্যগুলি অন্তর থেকে … Continue reading
Posted in 06. আযান, আযানের জওয়াব ( إجابة المؤذن)
Leave a comment