তালিকা সিলেক্ট করুন
বিষয়
- 01. অনুধাবন করুন 02. ছালাতের সংক্ষিপ্ত নিয়ম 03. প্রয়োজনীয় সূরা সমূহ 04. ছালাত বিষয়ে জ্ঞাতব্য 05. ত্বাহারৎ বা পবিত্রতা 06. আযান 07. ছালাতের বিবরণ 08. ছালাতের বিবিধ জ্ঞাতব্য 09. বিভিন্ন ছালাতের পরিচয় 10. জানাযার ছালাত 11. যরূরী দো‘আ সমূহ 12. বিভিন্ন সময়ের দোয়া সমূহ অনুধাবন করুন অন্ধ গোলাম ও বালকদের ইমামত (إمامة الأعمى والمملوك والصبى) আঙ্গুলে তাসবীহ গণনা করা (عقد التسابيح بالأنامل) আত্তাহিইয়া-তু আমীন বলা আযান ( الأذان) এর সংজ্ঞা ও সূচনা আযানের অন্যান্য পরিত্যাজ্য বিষয় আযানের অন্যান্য মাসায়েল (مسائل أخري في الأذان) আযানের আগে ও পরে উচ্চৈঃস্বরে যিকর আযানের কালেমা সমূহ ( كلمات الأذان) ১৫ টি আযানের জওয়াব ( إجابة المؤذن) আযানের দো‘আ (دعاء الأذان) আযানের দো‘আয় বাড়তি বিষয় সমূহ (الزوائد في دعاء الأذان) আযানের ফযীলত ( فضل الأذان) আয়াত সমূহের জওয়াব (إجابة آيات القرآن) ইমামতের হকদার (الأحق بالإمامة) ইমামের অনুসরণ (متابعة الإمام)
Category Archives: 05. ত্বাহারৎ বা পবিত্রতা
ত্বাহারৎ বা পবিত্রতা ( الطهارة)
ত্বাহারৎ বা পবিত্রতা ( الطهارة) ছালাতের আবশ্যিক পূর্বশর্ত হ’ল ত্বাহারৎ বা পবিত্রতা অর্জন করা। যা দু’প্রকারের : আভ্যন্তরীণ ও বাহ্যিক, অর্থাৎ দৈহিক। ‘আভ্যন্তরীণ পবিত্রতা’ বলতে বুঝায় হৃদয়কে যাবতীয় শিরকী আক্বীদা ও ‘রিয়া’ মুক্ত রাখা এবং আল্লাহর ভালবাসার ঊর্ধ্বে অন্যের ভালবাসাকে … Continue reading
(ক) ওযূ ( الوُضوء )
(ক) ওযূ ( الوُضوء ) : আভিধানিক অর্থ স্বচ্ছতা (الوَضاءة)। পারিভাষিক অর্থে পবিত্র পানি দ্বারা শারঈ পদ্ধতিতে হাত, মুখ, পা ধৌত করা ও (ভিজা হাতে) মাথা মাসাহ করাকে ‘ওযূ’ বলে। ওযূর ফরয : ওযূর মধ্যে ফরয হ’ল চারটি। ১. কুলি … Continue reading
ওযূর ফযীলত ( فضائل الوضوء)
ওযূর ফযীলত ( فضائل الوضوء) : (১) রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন,…… কালো ঘোড়া সমূহের মধ্যে কপাল চিতা ঘোড়া যেভাবে চেনা যায়.. ক্বিয়ামতের দিন আমার উম্মতের ওযূর অঙ্গগুলির ঔজ্জ্বল্য দেখে আমি তাদেরকে অনুরূপভাবে চিনব এবং তাদেরকে হাউয কাওছারের পানি পান করানোর … Continue reading
ওযূর বিবরণ ( صفة الوضوء)
ওযূর বিবরণ ( صفة الوضوء) : ওযূর পূর্বে ভালভাবে মিসওয়াক করা সুন্নাত। রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِيْ لَأَمَرْتُهُم ْ بِتَأْخِيْرِ الْعِشَاءِ وَ بِِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلاَةٍ- ‘আমার উম্মতের উপর কষ্টকর মনে না করলে আমি তাদেরকে এশার … Continue reading
ওযূ ও মাসাহর অন্যান্য মাসায়েল ( مسائل أخري فى الوضوء والمسح )
ওযূ ও মাসাহর অন্যান্য মাসায়েল ( مسائل أخري فى الوضوء والمسح ) : (১) ওযূর অঙ্গগুলি এক, দুই বা তিনবার করে ধোয়া যাবে।[32] রাসূলুল্লাহ (ছাঃ) তিনবার করেই বেশী ধুতেন। [33] তিনের অধিকবার বাড়াবাড়ি।[34] ধোয়ার মধ্যে জোড়-বেজোড় করা যাবে।[35] (২) ওযূর … Continue reading
ওযূ ভঙ্গের কারণ সমূহ ( نواقض الوضوء )
ওযূ ভঙ্গের কারণ সমূহ ( نواقض الوضوء ) : ১. পেশাব পায়খানার রাস্তা দিয়ে দেহ থেকে কোন কিছু নির্গত হ’লে ওযূ ভঙ্গ হয়। বিভিন্ন ছহীহ হাদীছের আলোকে প্রমাণিত হয় যে, এটিই হ’ল ওযূ ভঙ্গের প্রধান কারণ। পেটের গন্ডগোল, ঘুম, যৌন … Continue reading
(খ) গোসলের বিবরণ ( صفة الغسل)
(খ) গোসলের বিবরণ ( صفة الغسل) : সংজ্ঞা : ‘গোসল’ (الغُسْلُ) অর্থ ধৌত করা। শারঈ পরিভাষায় গোসল অর্থ : পবিত্রতা অর্জনের নিয়তে ওযূ করে সর্বাঙ্গ ধৌত করা। গোসল দু’প্রকার : ফরয ও মুস্তাহাব। (১) ফরয : ঐ গোসলকে বলা হয়, … Continue reading
মুস্তাহাব গোসল সমূহ
মুস্তাহাব গোসল সমূহ : (১) জুম‘আর ছালাতের পূর্বে গোসল করা।[71] (২) মোর্দা গোসল দানকারীর জন্য গোসল করা।[72] (৩) ইসলাম গ্রহণের সময় গোসল করা।[73] (৪) হজ্জ বা ওমরাহর জন্য ইহরাম বাঁধার পূর্বে গোসল করা।[74] (৫) আরাফার দিন গোসল করা।[75] (৬) দুই … Continue reading
(গ) তায়াম্মুমের বিবরণ (صفة التيمم )
(গ) তায়াম্মুমের বিবরণ (صفة التيمم ) : সংজ্ঞা : তায়াম্মুম (التيمم) অর্থ ‘সংকল্প করা’। পারিভাষিক অর্থে : ‘পানি না পাওয়া গেলে ওযূ বা গোসলের পরিবর্তে পাক মাটি দ্বারা পবিত্রতা অর্জনের ইসলামী পদ্ধতিকে ‘তায়াম্মুম’ বলে’। এটি মুসলিম উম্মাহর জন্য আল্লাহর অন্যতম … Continue reading
তায়াম্মুমের কারণ সমূহ
তায়াম্মুমের কারণ সমূহ : (১) যদি পাক পানি না পাওয়া যায় (২) পানি পেতে গেলে যদি ছালাত ক্বাযা হওয়ার ভয় থাকে (৩) পানি ব্যবহারে যদি রোগ বৃদ্ধির আশংকা থাকে (৪) যদি কোন বিপদ বা জীবনের ঝুঁকি থাকে ইত্যাদি। উপরোক্ত কারণ … Continue reading